(ঈদের/ঈদুল ফিতর নামাজের নিয়ত ও নিয়ম দোয়া বাংলা,ফিতরা কত করে 2022,ইদুল ফিতর pdf )
সবাইকে আমাদের EducationShopBD.Com ওয়েবসাইটে স্বাগতম।
আপনারা অনেক সময় অনলাইনে ঈদের নামাজের আরবি নিয়ত,ঈদুল ফিতরের নিয়ত,ঈদুল ফিতরের নামাজ,ঈদুল ফিতরের নামাজের নিয়ত এ বিষয়গুলো সার্চ করে থাকেন কিন্তু সঠিক ও নির্ভুল কোন তথ্য পান না সেজন্য আপনাদের জন্য আজ শেয়ার করলাম।
আশা করি প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা সবাই ভাল আছেন মহান আল্লাহতালার অশেষ রহমতে আমরাও অনেক ভালোবাসি।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদ-উল-ফিতর এখন চলছে পবিত্র রমজান মাস সামনে আসতেছে ঈদুল ফিতরের নামাজ। আমরা ঈদুল ফিতরের নামাজ বছরে একবার করে আর ঈদ-উল-আযহা বছরে একবার।
হয়তো আমরা বছরে একবার পড়ে বিদায় নিয়ম কারণ অনেকেই ভুলে যেতে পারে। সেজন্য আমাদের ঈদের/ঈদুল ফিতর নামাজের নিয়ত ও নিয়ম দোয়া বাংলা,ফিতরা কত করে 2022,ইদুল ফিতর pdf আজকের এই পোষ্ট।
ঈদুল ফিতরের বিধি-বিধান
ঈদ এর সংজ্ঞা ঈদ আরবি শব্দ,এর অর্থ হচ্ছে এমন সাধারণ সম্মেলন যা বারবার ফিরে আসে,ফিরে আসুক মাসের পরে দিনের পরে কিংবা বছরভর।
ঈদুল ফিতর এর সময়কাল
আরবি শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। ওই দিনে সকল মুসলমান অক্ষ বদ্ধ হে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজের ফজিলত
ঈদের নামাজের অনেক বড় ফজিলত আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কখনো ঈদের নামাজ মিস করেন নি। এমনকি মহিলাদের ঋতুস্রাব অবস্থায়ও ঈদের নামাজ শরিক হওয়ার নির্দেশ দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মৃত্যুর পরেও তার সাহাবীগণ কখনো তার এই সুন্নতগুলো ভঙ্গ করেন নি।
ঈদের নামাজের বিধান
ঈদের নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এটা কি নাম ইমাম হানাফী মাযহাবের মতামত। ইমাম সাহেব এর মতামত ও তাই।
ঈদের নামাজ আদায় পদ্ধতি
> ঈদের নামাজ দু রাকাত, যাতে আযান ইকামত নেই,ঈদের নামাজের কিরাত প্রকাশ্যে পড়তে হয়,ঈদের নামাজ আদায় পদ্ধতি হলো নিম্নরূপ:
> প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, ছানা পাঠ, আউযুবিল্লাহ পাঠ ও কিরাত পড়ার পর তিন তাকবীর দেবে।
> আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়ে এর সাথে অন্য একটি সূরা মিলাবে,সুন্নত হলো সূরা ফাতিহার পর সূরা আল আ»লা পড়া। আর দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়া। অথবা প্রথম রাকাতে সূরা ক্বাফ পড়া ও দ্বিতীয় রাকাতে সূরা আল কামার পড়া।
> দ্বিতীয় রাকাতে কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবীর দেবে। প্রতি তাকবীরের সাথে হাত উঠাবে।
> তাকবীরগুলোর মাঝে আল্লাহ তাআলার প্রশংসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পড়বে।
> সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পর ইমাম মিম্বারে উঠবে। দুটি খুতবা দেবে। এ দুটির মাঝে সামান্য সময়ের জন্য বসবে। প্রথম খুতবা নয় তাকবীরের সাথে শুরু করবে। আর দ্বিতীয় খুতবা সাত তাকবীরের সাথে শুরু করবে।
>ঈদুল ফিতরে মুস্তাহাব হলো মানুষদেরকে সদকায়ে ফিতর সম্পর্কে স্মরণ করিয়ে দেয়া। আর ঈদুল আযহায় কুরবানীর হুকুম আহকাম বিষয়ে স্মরণ করিয়ে দেয়া।
ঈদের নামাজের নিয়ত | ঈদুল ফিতরের নিয়ত
ইমামের পেছনে কেবলামুখি হয়ে ঈদুল-ফিতরের দুইরাকাত ওয়াজিব-নামাজ ৬ তাকবিরের সঙ্গে আদায়া করছি- এরূপ নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে হাত তুলে-তাহরিমা বাঁধবেন-তারপর সানা-সুবহানাকাল্লাহুম্মা-পুরোটা পড়বে-এরপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর আগে তিনবার-আল্লাহু আকবার-বলে তাকবির বলবেন।
এই বিষয়ে আরও সম্পূর্ণ ধারণা নিতে আমাদের একটি পিডিএফ ফাইল আছে আপনি সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন.
Tags: ঈদের নামাজের আরবি নিয়ত,ঈদুল ফিতরের নিয়ত,ঈদুল ফিতরের নামাজ,ঈদুল ফিতরের নামাজের নিয়ত,ঈদের নামাজের নিয়ত,ঈদুল ফিতরের নিয়ত,ঈদের নামাজ আদায় পদ্ধতি,ঈদের নামাজের বিধান,ঈদের নামাজের ফজিলত।